মৌলভীবাজারে কয়েকদিন থেকেই বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সঙ্গে লোডশেডিং দুর্ভোগের মাত্রা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। অবশেষে বৃষ্টির দেখা মিলেছে এই জেলায়। কিছুটা স্বস্তি বোধ করেছেন জেলার মানুষ। বৃহস্পতিবার (৮ জুন) বিকেল পৌনে ৩টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।
শ্রীমঙ্গল আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক বিবলু চন্দ্র দাস জানান বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামি শনিবার থেকে বৃষ্টিপাত আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টি শুরু আগ মুহূর্তে শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস।
তবে এখন তাপমাত্রা কিছুটা কমতে শুরু করছে।
বকশী মিছবাহ উর রহমান/এমি/দীপ্ত নিউজ