জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চাইলেও মোবাইলফোন আমদানিতে শুল্ক কমাতে পারবে না বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীতে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এ বছর ‘ভ্যাট দিবস‘ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে– ‘সময়মতো নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘মোবাইল ফোনের দাম নির্ধারণের বিষয়টি রাষ্ট্রের সিদ্ধান্ত। এনবিআর চাইলেও মোবাইল আমদানিতে শুল্ক কমাতে পারবে না, এটা রাষ্ট্রের সিদ্ধান্ত।’
আবদুর রহমান খান বলেন, ‘ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ই–ভ্যাট রিটার্ন পদ্ধতি চালু করা হবে, যা দিয়ে তারা নিজেরা এক ক্লিকে ভ্যাট রিটার্ন দিতে পারবেন।’
চেয়ারম্যান আরও বলেন, যে জাতি দেশের জন্য যুদ্ধ করে, সে জাতি দেশের স্বার্থে ট্যাক্স ফাঁকি দিতে পারে না। রাষ্ট্রের স্বার্থ সবার ওপরে। তাই, আমাদের দেশের স্বার্থেই ভ্যাট দিতে হবে।
সংবাদ সম্মেলনে এনবিআর সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) এবং আহ্বায়ক মো. আজিজুর রহমান ও ভ্যাট সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ‘ভ্যাট সপ্তাহ‘ উদযাপন করবে জাতীয় রাজস্ব বোর্ড।
এসএ