বিজ্ঞাপন
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

মোদির পাশে থাকার ঘোষণা বিরোধী দলগুলোর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভারতের জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ‘যে কোনো পদক্ষেপের জন্য’ মোদী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে দেশটির বিরোধীদল কংগ্রেস ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় নয়াদিল্লির সংসদ ভবনে সর্বদলীয় বৈঠক শেষে বিরোধীদলীয় কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও তৃণমূল সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায়।

বৈঠক শেষে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সংবাদিকদের বলেন, সকল রাজনৈতিক দল একযোগে এর নিন্দা করেছে এবং বিরোধী দল সরকারকে যে কোনো পদক্ষেপ নিতে পূর্ণ সমর্থন করবে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব জম্মু ও কাশ্মীরে শান্তি ফিরে আসুক।

তিনি আরও বলেন, বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী আগামীকাল শুক্রবার (২৫ এপ্রিল) কাশ্মীরের অনন্তনাগ পরিদর্শন করবেন, যেখানে আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা কেন্দ্রের সাথে আছি। দেশের উচিত ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াই করা। সমস্ত রাজনৈতিক দলের প্রধানরা প্রধানমন্ত্রীকে একটি বার্তা দিয়েছেন।

এদিন বৈঠকে অংশ নেয়া সংসদ সদস্যদের কোথায় এই ত্রুটি ঘটেছে এবং কোন পরিস্থিতিতে এই সন্ত্রাসী হামলা হয়েছে সে সম্পর্কে অবহিত করেছেন ভারতের গোয়েন্দা ব্যুরো (আইবি) এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

এর আগে মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলায় ২৬ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। অনেকে আহত হন। ভারতীয় গোয়েন্দা সূত্রের দাবি, হামলাকারীরা সংখ্যায় ছিলো পাঁচছয় জন। সকলের মুখেই ছিলো মাস্ক। হাতে ছিলো একে ৪৭ রাইফেল। আচমকাই পর্যটকদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে সন্ত্রাসীরা।

এ হামলার দায় স্বীকার করে সন্ত্রাসী গোষ্ঠী ‘দ্যা রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা টিআরএফ।

ইএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More