১০ সেকেন্ডেই যে কোন মোটরসাইকেলের তালা খুলে চুরি করতে সক্ষম দেশের বিভিন্ন স্থান থেকে এক হাজারের অধিক মোটরসাইকেল চুরি চক্রের প্রধানসহ তিন সদস্যকে আটক ও ১৩টি চোরাই মোটারসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
মোটারসাইকেল চুরি চক্রের মূল হোতা রিপন চট্টগ্রামসহ দেশের যে স্থানেই যায় সেখান থেকে মোটারসাইকেল চুরি করে। চুরির মামলায় ১০ বারের অধিক জেলে গেলেও ছাড়তে পারেনি পেশা। সম্প্রতি চট্টগ্রামে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তদন্ত শুরু করে পুলিশ। গোপন সংবাদ পেয়ে বুধবার (৪ অক্টোবর) রাতে কুমিল্লার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চক্রের প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান জানায়, ছিনতাই ও চুরি তাদের পেশা। গত কয়েক মাসে নগরী থেকে পুলিশ এই চক্রের ৫০ সদস্যকে আটক করলেও মোটরসাইকেল চুরি থামছেই না।
চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
রুনা আনসারী/শায়লা/দীপ্ত নিউজ