৬৮
মেহেরপুরে মোটর সাইকেলের ধাক্কায় আশাদুল হক নামের এক বাক ও শারীরিক প্রতিবন্ধির মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের সড়ক পার হবার সময় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গাংনী উপজেলার নিশিপুর গ্রামের বাক ও শারীরিক প্রতিবন্ধি আসাদুল সকাল ৭টার দিকে বামন্দী দেবীপুর সড়ক পার হবার সময় দ্রুতগতির মোটরসাইকেল তাকে স্বজোরে ধাক্কা দিলে সে মারাত্মক আহত হয়।
পুলিশ আরও জানায়, তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। দুঘর্টনা কবলিত মোটর সাইকেলটি জব্দ করেছে পুলিশ।
জাকির হোসেন/পূর্ণিমা/দীপ্ত নিউজ