কক্সবাজারে চলছে ১০ নাম্বার মহা বিপদ সংকেত। ঘুর্ণিঝড়ের আবাস পাওয়ার পর থেকে আতঙ্ক ও ভয়ে আছে টেকনাফের বালুখালি, কুতুপালং এর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা, ক্যাম্পে স্থায়ী আশ্রয়কেন্দ্র না থাকায় তারা এখন ঝুঁকি মাথায় নিয়ে আছে এখানে।
আসছে মহা প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় মোখা। কক্সবাজার টেকনাফে ১০ নাম্বার মহা বিপদ সংকেত থাকায় আতঙ্ক ও ভয়ে আছে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা।
তারা বলছেন, লাখ লাখ রোহিঙ্গাকে এক সাথে বাইরের আশ্রয় কেন্দ্রে নেয়া সম্ভব নই বলেই তারা এখানে আতঙ্ক নিয়ে থাকছে। রোহিঙ্গা ক্যাম্পে সতর্ক করে দিয়ে প্রশাসন নিরাপদ স্থানে থাকতে বললেও তারা অন্য কোথাও যাওয়ার নাই বললেন রোহিঙ্গারা।
দূর্যোগের ভয়াবহতা কতটুকু হতে পারে সে পরিস্থিতি বুঝতে পেরেও প্রকৃতির মানিয়ে থাকছে তারা।
টেকনাফ উখিয়ায় ৩৩ টি শরনার্থী শিবিরের প্রায় ১০ লাখ রোহিঙ্গা রয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে রোহিঙ্গাদের নিরাপদে রাখার জন্য ক্যাম্পের ভিতরে ২ শতাধিক আশ্রয় কেন্দ্র ও ৮ হাজার স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা হয়েছে।
আফ/দীপ্ত সংবাদ