বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে চামড়াসহ ২৪ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুন্দরবনের হরিণ শিকার করে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টার দিকে মোংলার জয়মনিরগোল বালুর মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কোস্টগার্ড। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল তল্লাশি চালিয়ে শিকারীদের ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করার পাশপাশি ২৪ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। জব্দকৃত হরিণের চামড়া, মাংস এবং নৌকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সুন্দরবনের নন্দবালা ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।