সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি।
সোমবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে মেহেরপুর কলেজ মোড় থেকে বিএনপি‘র কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি হিসেবে একটি মিছিল শুরু হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাঁথুলি বাস স্ট্যান্ড পৌর কলেজ এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে কলেজ মোড়ে বিক্ষোভ সমাবেশ করে বিএনপির নেতা কর্মীরা।
মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন, সিনিয়র সহ–সভাপতি জাভেদ মাসুদ মিলটন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড: মারুফ আহমেদ বিজনসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করে।
এ সময় বক্তারা বলেন, শারীরিক অবস্থা বিবেচনা করে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে হবে। অনতিবিলম্বে এই সরকারের পদত্যাগের দাবি জানান বক্তারা।
জাকির হোসেন/পূর্ণিমা/দীপ্ত নিউজ