মেহেরপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কম্বাইন হারভেস্টারের মাধ্যমে বোরো ধান সমলয় ব্লক প্রদর্শনীর শস্য কর্তন ও কৃষক সমাবেশেের আয়োজন করা হয়। শনিবার ( ২০ মে ) বিকালে সদর উপজেলার আমঝুপী ইউনিয়নের ডাঃ মহিউদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আমাদের মেহেরপুর এলাকা হচ্ছে শস্যভান্ডার। এই এলাকার মতো তিন ফসলী জমি অন্য কোন এলাকায় নাই। তিনি কৃষকদের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি বলেন কৃষকরা যাতে মাঠে ঠিকমত যাওয়া আসা করতে পারে সেজন্য সকল রাস্তা করে দেয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। তিনি আরও বলেন কৃষি, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো সহ মেহেরপুরের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। নুতন নুতন আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে কৃষকরা সুবিধা গ্রহন করছে। সরকারের কৃষি প্রণোদনার মাধ্যমে এবং সার ও বীজ সহজলভ্য হওয়ায় কৃষকরা উপকৃত হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান ,আমঝুপী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহানউদ্দিন চুন্নু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ–পরিচালক শংকর কুমার মজুমদার। কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি মাহবুবুল আলম শান্তিসহ আওয়ামী লীগ, জঅঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মী এবং এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
আল/দীপ্ত সংবাদ