বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, সন্ত্রাস, দুর্নীতির প্রতিবাদ সহ ১০ দফা দাবিতে মেহেরপুরে অবস্থান কর্মসূচি পাালন করেছে জেলা বিএনপি। শনিবার (৮ এপ্রিল) সকাল ১১টার সময় শহরের বোসপাড়াস্থ্য বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস সহ বিএনপির দলীয় নেতা–কর্মীরা।
সাবেক এমপি মাসুদ অরুণ বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে মানুষের নাভিশ্বাস হয়ে উঠেছে। বাজারে গিয়ে আয়ের সাথে ব্যায়ের কোন সাসঞ্জস্য নেয়। মাছ, মাংসতো দূরের কথা চাল–ডাল কিনতে গিয়ে মানুষকে হিমশিম খেতে হচ্ছে। কিভাবে ঈদ পালন করবেন এ নিয়ে শঙ্কায় আছেন। সরকারের পদত্যাগ ছাড়া কোন বিকল্প নেয়।
তিনি আরও বলেন, ইভিএম, ব্যালট বুঝিনা। অনতিবিলম্বে সরকারের পদত্যাগের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন চাই আমরা।
বিএনপির দলীয় নেতা–কর্মীরা অবস্থান এ কর্মসূচিতে অংশ নেয়।
আফ/দীপ্ত সংবাদ