মেহেরপুরে ৯৩ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজাসহ জামাল হোসেন (৪৭) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে গাংনী উপজেলার হিজলবাড়িয়া থেকে তাকে আটক করা হয়।
আটককৃত জামাল হোসেন গাংনী উপজেলা কাথুলী ইউনিয়ানে টেংরামারি গ্রামের মাহাতাব আলীর ছেলে।
আরও পড়ুন: কুমিল্লায় গলা কেটে ব্যবসায়ীকে হত্যা
র্যাব গাংনী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হিজুলবাড়িয়া গ্রামের হাওয়া ব্রিকস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে টেংরামারি গ্রামের আব্দুল সালাম মন্ডলের ছেলে মহিবুল ইসলাম (৩৬) ও হিজলবাড়িয়া গ্রামের উত্তর পাড়ার মৃত ফরিদ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪২) পালিয়ে যাই।
কোম্পানী কমান্ডার আরও জানান, আটককৃত জামাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
এসএ/দীপ্ত সংবাদ