রাজধানী পুরান ঢাকার কাঠেরপুলের তনুগঞ্জ লেনের একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবরিনা রহমান শাম্মী নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৬ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শাম্মী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি যশোর।
ওসি সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাবরিনা ‘আত্মহত্যা’ করেছেন।
ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ রাজধানী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ময়নাতদন্ত শেষে খুব দ্রুতই সাবরিনার মরদেহ তার গ্রামের বাড়ি যশোরে নিয়ে যাওয়া হবে।
এসএ