কানাডাকে ২–০ গোলে হারিয়ে কোপা আমেরিকা মিশন শুরু করেছেন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
আটালান্টার মার্সিডিজ–বেঞ্জ স্টেডিয়ামে ৭০ হাজার দর্শকের উপস্থিতিতে ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। বিশেষ করে কানাডার গোলরক্ষক ম্যাক্স ক্রিপিয়ারের নাম আলাদা করে বলতেই হয়। ৩০ বছর বয়সী অভিজ্ঞ এই গোলরক্ষকের উজ্জীবিত পারফরমেন্সে আর্জেন্টিনা ব্যবধান বাড়াতে পারেনি। ৪৯ মিনিটে জুলিয়ান আলভারেজ আর্জেন্টিনাকে এগিয়ে দেন। ৮৮ মিনিটে বদলী স্ট্রাইকার লটারো মার্টিনেজের গোলের আগে লিওনেল মেসির দলে স্বস্তি ফিরেনি।
আকাশী নীল–সাদা জার্সিধারী সমর্থকদের উচ্ছসিত চিৎকারের মধ্য দিয়ে আর্জেন্টিনা জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছে।
তবে কানাডার অধিনায়ক আলফোন্সো ডেভিসের কণ্ঠে মেসির বন্দনা। ফুটবল জাদুকর মেসির বিপক্ষে খেলতে পারাটাও অনেক ফুটবলারের কাছে আশীর্বাদের মতো বলে মনে করেন তিনি।
আলফোন্সো ডেভিস বলেন, ‘মেসির জার্সি পাওয়াটা সবসময়ই বিশেষ কিছু। সে বিশ্বের সেরা খেলোয়াড়। মাঠে তার বিপক্ষে খেলতে পারাটাও একটা আশীর্বাদ।’
আজ ম্যাচ শেষে আলফোন্সো ডেভিসকে নিজের জার্সি উপহার দেন মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকার জার্সি এবারই প্রথম পেয়েছেন কানাডার অধিনায়ক, বিষয়টি এমন নয়। ২০২০ সালে বার্সেলোনাকে ৮–২ ব্যবধানে বিধ্বস্ত করেছিল বায়ার্ন মিউনিখ। সেই ম্যাচে মেসির সঙ্গে তোলা একটি ছবি ফ্রেমে বাঁধাই করে রাখার কথাও বলেছিলেন রিয়াল মাদ্রিদের নজরে থাকা এই ফুটবলার।
আল / দীপ্ত সংবাদ