ফুটবল বিশ্বে অনন্য এক নাম মেসি। যার ফুটবল শৈলীতে মুগ্ধ গোটা বিশ্ব, সেই লিওনেল মেসির আজ শনিবার (২৪ জুন) ৩৬তম জন্মদিন।
আর্জেন্টিনার রোজারিও শহরে ১৯৮৭ সালের ২৪ জুন, জন্মগ্রহণ করেন দ্যা ফ্লি নামের এই ফুটবলার। বিশ্বকাপ জয়ের পরে এটা তার প্রথম জন্মদিন বলেই, এবারের দিনটি খুব বেশি স্পেশাল লিও‘র জন্য।
এত এত বিশেষ জন্মদিন কাটানো মেসি অপেক্ষায় ছিলেন একটি অতি বিশেষ জন্মদিন পালনের। তার অতি বিশেষ জন্মদিন পালনের স্বপ্ন দেখে কাটিয়েছে বিশ্বজোড়া তার কোটি কোটি ভক্তও। সেই অতি বিশেষ জন্মদিনের ভাবনায় মেসির বয়স যেন বাড়ছিলো না।
১৯৮৭ সালে ২৪ জুন, আর্জেন্টিনার রোজারিও শহরে জর্জ মেসি ও সেলিয়া কুচেত্তিনির সংসারে তৃতীয় সন্তান হিসেবে জন্ম নেন লিও। এখন যার পায়ের জাদুতে মুগ্ধ হয় পুরো বিশ্ব সেই মেসির শৈশবটা ছিলো খুবই কঠিন।
দৈহিক অস্বাভাবিকতা ধরা পড়ে খুব ছোট বয়সেই। ১১ বছর বয়সে মেসির শরীরে গ্রোথ হরমোন জনিত জটিলতা দেখা দেয়। চিকিৎসার ব্যয় নির্বাহের সামর্থ্য না থাকায় স্পেনের বার্সেলোনায় পাড়ি দেয় মেসির পরিবার।
মেসির সুপারস্টার হওয়াটা সেই বার্সাতেই ছিলো বলেই হয়তো সৃষ্টিকর্তা স্পেনের এ শহরে নিয়ে যান তাকে। যুব দল পেরিয়ে ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে নাম লেখান বার্সার সিনিয়র দলে। এরপরের গল্পটা সবারই জানা। গত দুই দশক ধরে পুরো ফুটবল বিশ্বকে নিজের জাদুতে মাতিয়ে রাখেন এই আর্জেন্টাইন ফুটবল তারকা। নিজের ক্লাব ফুটবল ক্যারিয়ারে কাতালারদের হয়ে ৭৭৮টি ম্যাচে ৬৭২ গোল আর ফরাসি ক্লাব পিএসজির হয়ে ৭৫ ম্যাচে ৩২ গোল করেছেন মেসি।
জাতীয় দলের হয়ে ১৭৫ ম্যাচে এখন পর্যন্ত নামের পাশে ১০৩ গোল এলএমটেনের। ক্লাব ও আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে ১ হাজার ২৮ ম্যাচে ৮০৭ গোল তার।
বার্সেলোনার হয়ে ক্লাব ইতিহাসে সর্বাধিক ৩৫টি ট্রফি জিতেছেন মেসি। তার মধ্যে দশটি লা লিগা, আটটি স্প্যানিশ সুপার কাপ, সাতবার কোপা দেল রে, চারটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি করে ক্লাব বিশ্বকাপ ও ইউরোপিয়ান সুপার কাপের ট্রফি। পিএসজির হয়ে ফরাসি লিগ সহ ৩টি ট্রফি জিতেছেন মেসি। ২০২১ সালে কোপা আমেরিকা ট্রফি জিতে আর্জেন্টিনার হয়ে প্রথম ট্রফি জয়ের স্বাদ পান মেসি।
এরপর ২০২২ সালে ফিনালিসিমা। কাতার বিশ্বকাপ জিতে নিজের সবথেকে বড় স্বপ্নটা পূরণ করেন তিনি। সেই সাথে আলবিসেলেস্তাদের ৩৬ বছরের আক্ষেপ ঘোচান এই তারকা।
কিংবদন্তী ফুটবলারের জন্মদিন এর আগেও ঘটা করে পালন করেছেন তার ভক্তরা। তবে এবারেরটা স্পেশাল কারণ, বিশ্বজয়ী হবার পর প্রথম জন্মদিন, নিশ্চিতভাবে অন্যগুলোর চেয়ে হবে, বিশেষ।
মোহাম্মদ হাসিব/আফ/দীপ্ত নিউজ