আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এল সালভাদরকে ৩-০ গোল ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। চোটের কারণে দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে পায়নি আর্জেন্টিনা। একই কারণে খেলতে পারেননি পাওলো দিবালা, এজেকুয়েল প্যালাসিওস ও মার্কোস সেনসি।
এদিন গোলের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনাকে। ম্যাচের ১৬ তম মিনিটেই হেড করে দলকে এগিয়ে নেন রোমেরো। এরপর ম্যাচের ২৬ ও ২৯ তম মিনিটে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি সালভাদর।
তবে, প্রথমার্ধের ঠিক এক মিনিট আগে আর্জেন্টিনার হয়ে ব্যবধান বাড়ান এনজো। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আলবিসেলেস্তরা।
প্রথমার্ধের ধারাবাহিকতা দ্বিতীয়ার্ধেও ধরে রাখে আর্জেন্টিনা। ম্যাচের ৫২তম মিনিটে ব্যবধান ৩-০ করেন লো সেলসো। লাউতারো মার্টিনেজের দেয়া বল থেকে প্রতিপক্ষ গোলকিপারকে পরাস্ত করে জাল কাঁপান তিনি। বাকি সময়ে আরও বেশকিছু আক্রমণ করলেও ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা।
এদিকে, আর্জেন্টিনার জয়ের দিনে প্রীতি ম্যাচে হার দেখেছে স্পেন। কলম্বিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে স্পেন। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডার দানিয়েল মুনোজ। তাতে ২০১৬ সালের পর এই প্রথম প্রীতি ম্যাচে হার দেখলো ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।