ঝালকাঠির নলছিটিতে মেরামতের অভাবে জ্বলে না সৌর সোলার সড়ক বাতি। এতে এই সড়কে রাত্র হলেই নেমে আসে অন্ধকার। কর্তৃপক্ষের উদাসিনতাই এর বড় কারন বলছে জনগণ ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সূর্যের আলোকে সোলার প্যানেলে ধারণ করে রাতে ল্যাম্পপোস্টের মাধ্যমে আলো দেওয়া উদ্যোগ নেয়া হয় নলছিটির পৌর এলাকার সড়কে। তবে বাতি বসানোর কিছু দিন পরই বন্ধ হয়ে যায় কিছু সড়ক বাতি যা সার্ভিসিং এর অভাবে আর জ্বলছে না।
সড়ক অন্ধকার থাকায় মাঝে মধ্যে ঘটছে ছিনতাইয়ের মত ঘটনা। গাড়ি চলাচলেও হচ্ছে অসুবিধা। সড়ক বাতিগুলো না জ্বলায় সরকারের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা।
ভুক্তভোগী এক ব্যাক্তি বলেন, আমরা এখানে গাড়ি চালাই , বিদ্যুৎ না থাকায় এখানে যাএী উঠা নামা করতে কষ্ট হয় এবং আমাদের গাড়ি চুরি হবারও সম্ভাবনা থাকে।
নলছিটি পৌর মেয়র আঃ ওয়াহেদ খান বলেন, ‘সোলার বাতি বন্ধের ব্যাপারে আমি জানতাম না। আজকে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। দ্রুত প্রশাসনিকভাবে এর ব্যবস্থা নেওয়া হবে.।
খালিদ/এসএ/দীপ্ত নিউজ