নতুন নাটক নিয়ে দীর্ঘদিন পর মঞ্চে ফিরেছেন শোবিজের প্রখ্যাত জুটি ফেরদৌসী মজুমদার ও রামেন্দু মজুমদার। শুক্রবার (৫ মে) সন্ধ্যা ৭টায় মহিলা সমিতির অডিটোরিয়ামে মঞ্চস্থ হয় তাদের দল থিয়েটারের নতুন নাটক ‘লাভ লেটারস’।
শনিবার (৬ মে) একই ভেন্যুতে একই সময়ে নাটকটির আরেকটি মঞ্চায়ন হবে। এ আর গারনের মূল নাটক থেকে নাটকটির বাংলা রূপান্তর করেছেন আবদুস সেলিম। নির্দেশনা দিয়েছেন এই জুটিরই কন্যা ত্রপা মজুমদার। ত্রপা মজুমদারের নির্দেশনায় বরেণ্য অভিনেতা রামেন্দু মজুমদারের সঙ্গে ‘লাভ লেটারস’ নাটকে পাঠাভিনয় নিয়ে ফেরদৌসী মজুমদার বলেন, ‘ওনার সঙ্গে (রামেন্দু মজুমদার) বহু বছর ধরেই মঞ্চে অভিনয় করে যাচ্ছি। ত্রপার নির্দেশনায়ও বেশ কিছু কাজ করেছি। কিন্তু এই প্রথম ত্রপার নির্দেশনায় আমরা দুজন কোনো নাটকে প্রধান দুই চরিত্রে পাঠাভিনয় করতে যাচ্ছি। ভিন্ন ধরনের এই প্রযোজনায় স্বামী–স্ত্রী–কন্যা একসঙ্গে কাজ করছি এটা অন্য রকম ভালো লাগার।’
এ দেশের দর্শকের কাছে পাঠাভিনয়ের বিষয়টি নতুন। সে হিসেবে ‘লাভ লেটারস’ নাট্যপ্রেমীদের প্রত্যাশা পূরণ করতে পারবে বলে মনে করেন?
কিংবদন্তি এই অভিনেত্রী বলেন, ‘পাঠাভিনয় এ দেশের দর্শকের কাছে একেবারে নতুনএমনও বলা যাবে না। বিটিভিতে একসময় বেশ কিছু পাঠাভিনয় দেখানো হয়েছে। এ দেশেও “লাভ লেটারস” নাটক মঞ্চস্থ হয়েছিল, সেখানে ভারতের নন্দিত অভিনয়শিল্পী শাবানা আজমী আর ফারুখ শেখ পাঠাভিনয় করেছিলেন। এটা অনেক আগের, সেই সত্তরের দশকের কথা। যে জন্য এখনকার দর্শকের কাছে এ নাটকটি অভিনব কিংবা ভিন্ন ধরনের মনে হতেই পারে। তাই দর্শক–প্রত্যাশা পূরণের আগে বেশি ভাবতে হয়েছে নির্দেশনামাফিক পাঠাভিনয় তুলে ধরা নিয়ে। যদি সেটা পারি, তাহলে দর্শক নিরাশ হবেন না বলেই মনে করি।’
এফএম/দীপ্ত সংবাদ