চুয়াডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রয়ের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা।
শনিবার (১৭ আগস্ট) বেলা ১২ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজারে বিসমিল্লাহ বীজ ভান্ডার ও সোহাগ বীজ ভান্ডারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।
অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স বিসমিল্লাহ বীজ ভান্ডার নামক প্রতিষ্ঠানে প্রচুর পরিমানে মেয়াদ উত্তীর্ণ বীজ–কীটনাশক জব্দ করা হয়। কৃষকের সাথে প্রতারণা করে মেয়াদ উত্তীর্ণ বীজ কীটনাশক বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আব্দুল মমিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ১০ টাকা এবং মেসার্স সোহাগ বীজ ভান্ডার নামক প্রতিষ্ঠানে একই চিত্র পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক আসলাম উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উভয় দোকান থেকে জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ বীজ ও কীটনাশকগুলো মাটিতে পুতে নষ্ট করা হয়।
জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।
জান্নাতুল/ সুপ্তি/ দীপ্ত সংবাদ