সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে। আশা করা হচ্ছে, রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরের দিকে ফলাফল জানানো হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সূত্র জানায়, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তাদের ফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd থেকে জানতে পারবেন। ফল দেখার জন্য ‘MBBS Result 2025-2026’ লিঙ্কে ক্লিক করে পরীক্ষার্থীর রোল নম্বর দিয়ে ‘Result’ বাটনে ক্লিক করতে হবে। শিক্ষার্থীরা ফলাফল ডাউনলোড বা স্ক্রিনশট করতে পারবেন। পাশাপাশি মেধাতালিকা পিডিএফ আকারেও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল চূড়ান্তকরণ এবং পুনর্নিরীক্ষণ সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে করা হয়েছে। পরীক্ষার উত্তরপত্র ওএমআর বা আইসিআর মেশিনে পরীক্ষা করা হচ্ছে। ভর্তি প্রক্রিয়ায় সাধারণ ও সংরক্ষিত আসনে প্রার্থীদের জাতীয় মেধা ও পছন্দক্রম অনুসারে আসন বণ্টন করা হবে। সংরক্ষিত আসনের ক্ষেত্রে যথাযথ শ্রেণির দাবিদারদের মধ্যে মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে এবং কলেজে ভর্তি স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্ধারণ করা হবে।
এর আগে, শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতি ছিল ৯৮ শতাংশের বেশি।
তথ্য অনুযায়ী, সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৫ হাজার ৬৪৫টি, যার মধ্যে এমবিবিএস ৫ হাজার ১০০ এবং বিডিএস ৫৪৫টি। বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৭ হাজার ৪০৬টি, এমবিবিএস ৬ হাজার ১ এবং বিডিএস ১ হাজার ৪০৫টি। অর্থাৎ, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে মোট আসন ১৩ হাজার ৫১টি, যার মধ্যে এমবিবিএসে ১১ হাজার ১০১ এবং বিডিএসে ১ হাজার ৯৫০টি।
এদিকে, ১৩ হাজার ৫১টি শূন্য আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন। ফলে প্রতিটি আসনের জন্য লড়বেন প্রায় ৯ জন শিক্ষার্থী। আবেদনকারীদের মধ্যে ছাত্র ৪৯ হাজার ২৮ জন এবং ছাত্রী ৭৩ হাজার ৬০৪ জন।