২০২৫–২৬ শিক্ষাবর্ষে সরকারি–বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৯১ দশমিক ২৫ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন জাহাঙ্গীর আলম শান্ত
রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে পৌনে ৫টায় মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর মোট পাসের হার ৬৬.৫৭ শতাংশ।
প্রকাশিত ফলাফলে জানা যায়, জাহাঙ্গীর আলম শান্ত‘র রোল নম্বর ২৪১৩৬৭১। তার পরীক্ষার কেন্দ্র ছিল রাজধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ।
জাহাঙ্গীর আলম শান্তর গ্রামের বাড়ি নরসিংদী। তিনি এসএসসিতে নরসিংদী জেলার বারৈচা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ–৫ পান। আর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে এ বছর গোল্ডেন জিপিএ–৫ অর্জন করেন।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস–বিডিএস ভর্তি পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছেন ৮১ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী। মোট পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ।
উত্তীর্ণদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন, যা মোট পাস করা পরীক্ষার্থীর ৩৮ দশমিক ১৩ শতাংশ। অপরদিকে নারী পরীক্ষার্থী পাস করেছেন ৫০ হাজার ৫১৪ জন, যা ৬১ দশমিক ৮৭ শতাংশ।
এসএ