মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অর্থসংকটে পড়াশোনা করতে না পারা রমজান খানের দায়িত্ব নিয়েছেন বরিশালের জেলা প্রশাসক শহীদুল ইসলাম।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে রমজান ও তার বাবা ফিরোজ খানের হাতে নগদ ২৫ হাজার টাকা ও মেডিকেলের প্রথম বর্ষের একসেট বই তুলে দেয়া হয়।
এ সময় বরিশালের জেলা প্রশাসককে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন রমজানের বাবা গামছা বিক্রেতা ফিরোজ খান।
জানা গেছে, রমজান খান সাব্বির পটুয়াখালী মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও অভাব অনটন আর অর্থের অভাবে মেডিকেলে ভর্তি হতে পারছিলো না। ঘটনাটি বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রচার কর্র পরই তাদের পাশে দাঁড়ান জেলা প্রশাসক শহিদুল ইসলাম। এমবিবিএস পাশ করে গরীবের চিকিৎসক হওয়ার স্বপ্ন মেধাবী রমজানের।
আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৭.৮৩ শতাংশ
জেলা প্রশাসন জানায়, এরই মধ্যে উপজেলা প্রশাসন থেকেও ২১ হাজার টাকা অর্থ সহায়তা দেয়া হয়েছে সাব্বিরকে।
জুয়েল/ সুপ্তি/ দীপ্ত নিউজ