ঢাকা শহরকে যানজটমুক্ত করার লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে নির্মাণ করা হবে মেট্রোরেলের ৬টি রুট। সরকারি এ পরিকল্পনায় মেট্রোরেলের লাইন–২ কে যুক্ত করে পুরান ঢাকাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
এমআরটি লাইন–২ গাবতলী–ঢাকা উদ্যান–মোহাম্মদপুর বাসস্ট্যান্ড–ঝিগাতলা–সায়েন্স ল্যাবরেটরি–নিউমার্কেট–আজিমপুর–পলাশী–ঢাকা মেডিক্যাল কলেজ–গুলিস্তান–মতিঝিল–কমলাপুর স্টেশন–মান্ডা–দক্ষিণগাঁও–ধামড়িপাড়া–সাইনবোর্ড– ভুইঘর– জালকুড়ি– নারায়ণগঞ্জ।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আব্দুল বাকী মিয়া বলেছেন, মেট্রোরেলের ছয়টি রুট ২০৩০ সালের মধ্যে নির্মাণ করে ঢাকা শহরকে যানজটমুক্ত করার লক্ষ্য সরকারের। সরকারি এ পরিকল্পনায় মেট্রোরেলের লাইন–২–এ পুরান ঢাকাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
মঙ্গলবার (২ এপ্রিল) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) কার্যালয়ে সংগঠনটির উদ্যোগে আয়োজিত ‘পুরনো ঢাকার ব্যবসা–বাণিজ্যে যানজটের প্রভাব ও উত্তরণের উপায় চিহ্নিতকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় এসব তথ্য জানান তিনি।
তিনি বলেন, এলিভেটেড ও আন্ডারগ্রাউন্ড সমন্বয়ে এমআরটি লাইন–২ নির্মাণ করতে খরচ হবে প্রায় ৫০ হাজার কোটি টাকা। এ প্রকল্প নির্মাণে অর্থ সংস্থানের জন্য উন্নয়ন সহযোগী খোঁজা হচ্ছে।
এমআরটি–২ প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬০ হাজার ৮৩৬ কোটি টাকা। এর মধ্যে ৪৫ হাজার ৬২৬ কোটি টাকা ধরা হয়েছে বৈদেশিক ঋণ হিসাবে। বাকি ১৫ হাজার ২১০ কোটি খরচ হবে সরকারি খাত থেকে।
আল / দীপ্ত সংবাদ