শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

মেট্রোরেলে যুক্ত হবে পুরান ঢাকাও!

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকা শহরকে যানজটমুক্ত করার লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে নির্মাণ করা হবে মেট্রোরেলের ৬টি রুট। সরকারি এ পরিকল্পনায় মেট্রোরেলের লাইন২ কে যুক্ত করে পুরান ঢাকাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

এমআরটি লাইন২ গাবতলীঢাকা উদ্যানমোহাম্মদপুর বাসস্ট্যান্ডঝিগাতলাসায়েন্স ল্যাবরেটরিনিউমার্কেটআজিমপুরপলাশীঢাকা মেডিক্যাল কলেজগুলিস্তানমতিঝিলকমলাপুর স্টেশনমান্ডাদক্ষিণগাঁওধামড়িপাড়াসাইনবোর্ডভুইঘরজালকুড়িনারায়ণগঞ্জ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আব্দুল বাকী মিয়া বলেছেন, মেট্রোরেলের ছয়টি রুট ২০৩০ সালের মধ্যে নির্মাণ করে ঢাকা শহরকে যানজটমুক্ত করার লক্ষ্য সরকারের। সরকারি এ পরিকল্পনায় মেট্রোরেলের লাইনএ পুরান ঢাকাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

মঙ্গলবার (২ এপ্রিল) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) কার্যালয়ে সংগঠনটির উদ্যোগে আয়োজিত ‘পুরনো ঢাকার ব্যবসাবাণিজ্যে যানজটের প্রভাব ও উত্তরণের উপায় চিহ্নিতকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় এসব তথ্য জানান তিনি।

তিনি বলেন, এলিভেটেড ও আন্ডারগ্রাউন্ড সমন্বয়ে এমআরটি লাইন২ নির্মাণ করতে খরচ হবে প্রায় ৫০ হাজার কোটি টাকা। এ প্রকল্প নির্মাণে অর্থ সংস্থানের জন্য উন্নয়ন সহযোগী খোঁজা হচ্ছে

এমআরটি২ প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬০ হাজার ৮৩৬ কোটি টাকা। এর মধ্যে ৪৫ হাজার ৬২৬ কোটি টাকা ধরা হয়েছে বৈদেশিক ঋণ হিসাবে। বাকি ১৫ হাজার ২১০ কোটি খরচ হবে সরকারি খাত থেকে।

আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More