বৈদ্যুতিক জটিলতার কারণে সোমবার (২৭ মে) সকাল থেকে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।
এমআরটি লাইন–৬ প্রকল্পের উপপরিচালক (জনসংযোগ) তরফদার মাহমুদুর রহমান জানান, বৈদ্যুতিক সরবরাহে সমস্যা দেখা দেয়ায় সকাল সাড়ে ৭টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। কিছু সময় আগে মেট্রোরেল চালু হয়েছে।
এর আগে সকাল ৭টার কিছু পরে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় স্টেশনগুলো থেকে কিছুক্ষণ পর পর মাইকিং করে জানানো হয় সাময়িক বিলম্ব হবে।
ফার্মগেট স্টেশনে ৩৫ মিনিট অপেক্ষা করেও ট্রেনের দেখা পাননি ব্যাংকার ফারিয়া ইয়াসমিন। তিনি বলেন, অনেকক্ষণ করে দাঁড়িয়ে আছি। স্টেশন থেকে ফোন করে জানাচ্ছে বিলম্ব হবে।
এর আগে গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সোয়া এক ঘণ্টা পর স্বাভাবিক হয়।