মেঘনা নদীতে থেমে থাকা এমভি আল–বাখেরা নামে জাহাজ থেকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৭ জনে।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আনিসুর রহমান আরও দুজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন– জাহাজের মাস্টার কিবরিয়া, ড্রাইভার সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রিজার সজিবুল ইসলাম, লস্কর আজিজুল মুন্সি ও মাজেদুল ইসলাম। বাকি একজনের নাম–পরিচয় এখনো পাওয়া যায়নি।
এর আগে, চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান জানান, চাঁদপুর হাইমচর উপজেলার মেঘনা নদীর ইশানবালা খালের মুখে নোঙর করা এম ভি আল–বাখেরা নামে একটি সারবাহী নৌযান থেকে সোয়া ৩টায় পাঁচটি মরদেহ এবং তিনজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। নৌযানটিতে আটজন মানুষই ছিল।
এসপি আরও জানান, পণ্যবাহী নৌযানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে শত্রুতা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।
উল্লেখ্য, নৌযানটির মালিক মেসার্স এইচপি এন্টারপ্রাইজ।
এসএ