পর্যটকবাহী হট এয়ার বেলুন দুর্ঘটনায় মেক্সিকোয় দুজন মারা গেছেন এবং আহত হয়েছেন একজন। শনিবার (১ এপ্রিল) সকালে মেক্সিকো সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে টিয়োটিহুয়াকানে এ দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় বেলুনে অগ্নিকাণ্ডের ভিডিওটি।
আল জাজিরা জানায়, শনিবার স্থানীয় সময় সকালে দেশটির স্টেট অব মেক্সিকো থেকে পর্যটক নিয়ে টিয়োটিহুয়াকানে উড়ে যায় হট এয়ার বেলুনটি। আকাশে থাকাবস্থায় হঠাৎ পুরো বেলুনে আগুন ধরে গেলে আতঙ্কিত হয়ে বেলুনটি থেকে শূন্যে ঝাঁপিয়ে পড়েন পর্যটকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় মাটি থেকে প্রায় ২০০ ফুট উঁচুতে উড়ছিল এই ‘হট এয়ার’ বেলুনটি। আগুন লাগার পর দ্রুত সেটি মাটিতে নামিয়ে আনা হয়। সেখান থেকে আগুনে ঝলসে যাওয়া এক শিশুকেও উদ্ধার করে মেক্সিকো পুলিশ।
আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে তাদের মধ্যে দুজনের মৃত্যু হয় এবং আহত হয়েছে একজন।
অনু/দীপ্ত সংবাদ