মেক্সিকোতে নির্বাচনী প্রক্রিয়া সংস্কারের প্রচেষ্টার বিরুদ্ধে আন্দোলনকারীদের থামাতে দেশটির সেনা সদস্যরা গুলি চালালে ৫ জন নিহত হয়। রবিবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির বেশ কয়েকটি শহরে বিক্ষোভ চলাকালে ঘটনাটি ঘটে।
অ্যাসোসিয়েটেড প্রেস সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে বলেছে, সেনা সদস্যরা মেক্সিকোর ন্যুভো লারেদো শহরে আন্দোলনকারীদের বহনকারী একটি পিকআপ ট্রাককে ফাঁকা গুলি করে থামার নির্দেশ দেয়। কিন্তু ট্রাকটি না থেমে চলতে থাকলে সেনারা ট্রাকটি লক্ষ্য করে গুলি ছুঁড়লে ওই পাঁচজন নিহত হন।
ন্যুভো লারেদোর মানবাধিকার কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনা সাধারণ জনগণ ও সৈন্যদের মধ্যেই একটি দ্বন্দ্বের তৈরি করেছে। যেখানে অধিকাংশ মানুষ বিশ্বাস করে, নিহতরা কেউই সশস্ত্র ছিল না। তাই এমন নৃশংসভাবে হত্যা করা একদমই ঠিক হয়নি।
মূলত, মেক্সিকোতে নির্বাচনী প্রক্রিয়া সংস্কারের সরকারি প্রচেষ্টার বিরোধিতায় রাস্তায় নামেন তারা। জাতীয় নির্বাচনী ইনস্টিটিউট আইএনই‘র রং গোলাপী পোশাক, ব্যানারে হাজির হন লাখ লাখ বিক্ষোভকারী। বিক্ষোভকারীদের দাবি, তারা গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করছেন।
গত সপ্তাহে মেক্সিকোর আইনপ্রণেতারা জাতীয় নির্বাচনী ইনস্টিটিউটের বাজেট কমানো ও কর্মী কমানোর পক্ষে ভোট দেন। বুধবার (২২ ফেব্রুয়ারি)পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটের পর দেশটির সিনেট এ সংস্কারে অনুমোদন দেয়। এখন প্রেসিডেন্ট ওব্রাদর স্বাক্ষর করলে সংস্কারগুলো কার্যকর হবে।
সূত্র: আল জাজিরা
এমি/দীপ্ত