ফেনী বড় বাজারে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ৫টি প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫শ টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, ফেনী বড় বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের পাইকারি আড়ত ও খুচরা বাজার মুল্য তদারকিতে বের হয় টাস্কফোর্স। এ সময় দেখা যায় আলু, পেয়াজ, ব্রয়লার মুরগী ও ডিম ডজন প্রতি ২ টাকা কমলেও শাক–সবজির দাম উর্ধবগতি। টাস্কফোর্স অভিযানে সকল ব্যবসায়ীকে পাকা ভাউচার সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়। এ সময় পাকা ভাউচার না রাখা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
টাস্কফোর্স অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া, উপজেলা প্রাণী সম্পদ অফিসার, কৃষি বিপণন কর্মকর্তা, জেলা খাদ্য পরিদর্শক ও ফেনী জেলা পুলিশের একটি দল।
ফেনী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাউছার মিয়া বলেন, জনস্বার্থ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান অব্যাহত থাকবে।
আবদুল্লাহ/ সুপ্তি/ দীপ্ত সংবাদ