দেশে মূল্যস্ফীতি এখনো কাঙ্খিত পর্যায়ে নামেনি। আগামীতে আরও কমবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আহসান এইচ মনসুর।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ব্যাংকের গর্ভনর বলেন, দেশে কয়েকটি পরিবার ও গোষ্ঠী বিপুল টাকা পাচার করেছে। আগামী ছয় মাসের মধ্যে বিভিন্ন দেশে সে সম্পদ জব্দ করা সরকারের লক্ষ্য। সেজন্য বিদেশ সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছে সরকার। তবে সম্পদ ফিরিয়ে আনার কাজ বেশ জটিল, সেক্ষেত্রে এক বছর সময় লাগতে পারে।
তিনি বলেন, বর্তমানে বিদেশি সংস্থাগুলো পাচার হওয়া সম্পদ অনুসন্ধান ও নিরুপণ করছে। কারা কোথায় কিভাবে সম্পদ জমা করেছে তা তালিকা হচ্ছে।
গভর্নর আরও বলেন, দেশে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে ২৬-২৭ শতাংশ, রপ্তানি বাড়ছে, রিজার্ভ জমা হয়েছে চার মাসের। সার্বিক আর্থিক খাত নিয়ে আমরা স্বস্তির মধ্যে আছি। শুধুমাত্র মূল্যস্ফীতি এখনো কাঙ্খিত পর্যায়ে নামেনি, যা আগামীতে আরও কমবে।
বিদেশে টাকা পাচার হওয়া টাকার বিষয়ে গভর্নর বলেন, আনার চাইতে অর্থ পাচার বন্ধ করা জরুরি। সেজন্য প্রয়োজন আইন সংস্কার করবে সরকার।
রুনা আনসারী / এজে / দীপ্ত সংবাদ