প্রচন্ড তাপপ্রবাহে হাঁসফাঁস করছে মানুষ। মানুষের পাশাপাশি প্রচন্ড গরম থেকে রক্ষা পাচ্ছে না মুরগী ও গবাদীপশু। অতিরিক্ত গরমে স্টোক করে প্রতিদিনই বিভিন্ন খামারে মারা যাচ্ছে মুরগি। এতে বিপাকে পড়েছেন খামারীরা।
তাই এই তীব্র গরমে মুরগির স্টোক ঠেকাতে এবার সিরাজগঞ্জের সলঙ্গা থানার আমসাড়া গ্রামের সেতু পোল্ট্রি এ্যান্ড ডেইরী খামারে টিনের চালের উপর অভিনব পদ্ধতিতে কৃত্রিম বৃষ্টি নামিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছেন খামারি শফিকুল ইসলাম শাহানুর। যা ব্যবহারে তীব্র গরমে মুরগীর স্টোক ও রোগ–বালাই রোধসহ উপকৃত হয়েছেন এই খামারী।
এতে একদিকে যেমন খামারকে ঠান্ডা রাখছে অন্যদিকে মৃত্যুর হাত থেকে রক্ষা পাচ্ছে মুরগী। বৈদ্যুতিক পাখার চেয়ে পানির ফোয়ারা খরচ কম বলে জানান এই খামারী। পাম্প মেশিন দ্বারা পাইপ দিয়ে চালের উপর সেট করতে হয়। পাইপের ১০ ফিট পর পর ঝরনা লাগিয়ে ১৫ মিনিট ঝরনা চালু করলে খামারে গরমের তাপমাত্র কমে খামার ঠান্ডা হয়ে যায়। এ কারণে এই খামারে মুরগীর মৃত্যুর হার শূণ্যের কোঠায় নেমে আশার পাশাপাশি রোগ বালাই থেকে রক্ষা পাচ্ছে খামারের মুরগী। তার দেখাদেখি এলাকার অনেক খামারী এখন এই অভিনব পদ্ধতিতে কৃত্রিম বৃষ্টি তৈরিতে আগ্রহ প্রকাশ করছেন।
খামারী শফিকুল ইসলাম শাহানুর জানান, অতি গরমে প্রতিদিন স্টোক করে মারা যেতো মুরগী। ডিমের পার্সেন্টেস কমে যাওয়ায় সাথে সাথে বাচ্চার পার্সেন্টেস ও ডিমের খোসা পাতলা হয়ে ডিম বড় ছোট হয়ে যাচ্ছিলো। এমতাবস্থায় ইউটিউবে দেখতে পান টিনের চালের উপর ঝরনা মাধ্যমে কৃত্রিম বৃষ্টি পদ্ধতি। সেই পদ্ধতি অনুসরন করে শফিকুল তার ১০ হাজার মুরগীর জন্য ৫টি খামারে এই কৃত্রিম বৃষ্টি চালু করেন। এতে তার খরচ হয়েছে ৫ হাজার টাকা। মুরগী ব্যবসা টিকিয়ে রাখতে শফিকুল ইসলামের অভিনব প্রয়াস নজর কেড়েছে এলাকাবাসীর।
সিরাজুল ইসলাম/আফ/দীপ্ত নিউজ