মুন্সীগঞ্জের শহরের খালইস্ট মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (৫ নভেম্বর) রাত নয়টার দিকে শহরের খালইস্ট মসজিদের সামনের সড়কে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
এদিকে মুন্সীগঞ্জ সদর থানা ও পুলিশ ফাঁড়ির দুই‘শ মিটার দূরত্বে ককটেল বিস্ফোরণে আতঙ্কে রয়েছে আশপাশের মানুষ। তারা জানিয়েছেন, শহরের মধ্যে এই ধরণের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি। দেশের চলমান অবস্থায় মধ্যে পুলিশের দায়িত্ব ও টহল আরো জোরদার করা প্রয়োজন বলে মনে করে এলাকাবাসী।
সাগর আর্টের মালিক আরিফুর রহমান জানান, নয়টার দিকে দোকান বন্ধ করে ওয়াসরুমে যাওয়ার সময় মসজিদের সামনে হটাৎ একটি ককটেল বিস্ফোরণ হয়। এতে আশপাশের লোকজন ভয়ে নিরাপদ স্থানে সরে যায়। তার কিছুক্ষণ পর আরো দুইটি ককটেল বিস্ফোরণ হয়। চারদিক অন্ধকার হয়ে যায়। কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সেটা বুঝার কোনো উপায় ছিল না।
এদিকে ঘটনার ১০–১৫ মিনিট পর ঘটনাস্থলে আসে পুলিশ। সেখান থেকে বিস্ফোরক দ্রব্যের আলামত সংগ্রহ করে।
ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্ডার খায়রুল হাসান বলেন, বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, এছাড়া জনগণের নিরাপত্তার স্বার্থে মুন্সীগঞ্জ শহরের ৪টি টহল টিম রয়েছে।
কায়সার হামিদ/ আল / দীপ্ত সংবাদ