মুন্সীগঞ্জ সদরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনার ৩৬ ঘন্টার মধ্যে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৯৪ ভরি রূপা, ২ ভরি স্বর্ণ ও নগদ অর্থসহ লণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) দুপুর দিকে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মুন্সীগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন।
গ্রেপ্তারকৃত সুজন (৩৬), নাজমুল (২৩), ইসমাইল মোল্লা (৩০) পেশাধার ডাকাতদলের সদস্য । এদের মধ্যে সুজন ও নাজমুলের বাড়ি মুন্সীগঞ্জ, ইসমাইলের বাড়ি পটুয়াখালি।
পুলিশ সুপার জানান, গত ৯ মে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনার খবরের পরপরই মাঠে নামে পুলিশ। প্রযুক্তির সহায়তায় সিসি টিভি ফুটেজ ও গ্লোবাল লোকেশন ট্রাকিংয়ের মাধ্যমে কয়েকজন ডাকাতকে সনাক্ত করা হয়। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৬ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে খোয়ে যাওয়া মালামাল উদ্ধার করা হয়।
প্রেস বিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল হাসান, সদর থানা ওসি তারেকুজ্জামান।
প্রসঙ্গত গত ৯ ই মে ডাকাতির ঘটনায় পরদিন সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করে স্বর্ণ ব্যবসাযী গোপাল কর্মকার।
আফ/দীপ্ত সংবাদ