‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়‘ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে শুরু হয়েছে ‘ভূমি সেবা সপ্তাহ–২০২৩‘। সোমবার (২২ মে) সকালে জেলা কালেক্টর মাঠে এর উদ্বোধন করেন প্রধান অতিথি মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল।
এর আগে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও ফিতা কেটে সপ্তাহব্যাপী ভূমি সেবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পরে ভূমি সেবা সকলের মাঝে নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব স্নেহাশীষ দাসের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন স্থানীয় সরকার শাখার উপ–পরিচালক মোহাম্মদ এনামুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌহিত এলাহী ও মুন্সীগঞ্জ পৌরসভার মেয়ার হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। এছাড়া সহকারি কমিশনার হাসিবুর রহমান সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মো. আল জুনায়েদ, সিনিয়ক সহকারি কমিশনার (সাধারণ শাখা) মো. শামীম মিঞা ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ–ই–হাসান তুহিন।
স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারের সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য। এছাড়া ভূমিসেবা সপ্তাহকালিন বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু ভূমিসেবা দেয়া হবে।
মো. কায়সার হামিদ/এমি/দীপ্ত নিউজ