মুন্সীগঞ্জে মাসব্যাপী শিশু–কিশোরীদের সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে লৌহজং উপজেলা পরিষদের পুকুরে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.আবু জাফর রিপন।
প্রতিবছর সাঁতার না জানায় মানুষ পানিতে ডুবে মারা যায়, তার প্রতিরোধ করার জন্য এমন উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক।
উপজেলার ইউএনও জাকির হোসেনের বলেন, এই প্রশিক্ষণ সকলের জন্য উন্মুক্ত। যারা সাঁতার জানে না তাদেরকে মাসব্যাপি প্রশিক্ষণ দেওয়া হবে।
আটজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে মাসব্যাপি প্রশিক্ষণ দেওয়া হবে। এই আটজন প্রশিক্ষকের মধ্যে ছয়জন নারী ও দুইজন পুরুষ রয়েছেন।
মাসব্যাপী এই প্রশিক্ষণ ক্যাম্পর প্রথম দিনে ৫০ জন শিশু–কিশোর অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী, উপজেলার ভাইস চেয়ারম্যান তোফাজ্জল ইসলাম, প্রশিক্ষক আব্দুল হালিম, ফারিয়া ইসলাম ও আসমা আক্তার।
এসএ/দীপ্ত নিউজ