মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ছয়জন জন নিখোঁজ হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে মুন্সীগঞ্জের সীমানাধীন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চরকিশোরগঞ্জের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিখোঁজ ব্যাক্তিরা হলেন, মফিজুল ইসলাম স্ত্রী সুমনা (২৮), দুই মেয়ে জান্নাতুল মাওয়া (৬), জান্নাতুল ফেদৌস (৩)। কাজী বুরহান উদ্দিনের মেয়ে মারওয়া (৬)। তারা মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলার দক্ষিণ ফুলদি গ্রামের কাজী বাড়ির বাসিন্দা। অপর দুইজন সাব্বির হোসেন (৪২) তার ছেলে ইমাত হোসেন (২)। তারা দুইজন মফিজুল ইসলামের শ্বশুর বাড়ির লোকজন।
মফিজুল জানান, শ্বশুর বাড়ি ও পরিবারের লোকজন নিয়ে গজারিয়া থেকে ঘুরতে বের হন। সন্ধ্যা হলে পরিবারের লোকজন নিয়ে বাড়ি ফেরার পথে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডটি ট্রলারে উপর উঠিয়ে দেয়। মুহূর্তের মধ্যে ট্রলার ডুবে যায়। এর মধ্যে ট্রলার চালকসহ ছয়জন সাঁতরিয়ে আশপাশের ট্রলারে উঠে।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক আবুজাফর রিপন বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আছে। তবে রাতের বেলায় উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব নয়। আগামীকাল সকালবেলা আবারও উদ্ধার অভিযান শুরু হবে।
কলাগাচিয়া নৌ–পুলিশ ফাঁড়ি (বন্ধন নারায়ণগঞ্জ) ইনচার্জ মোহাম্মদ হাবীবুল্লাহ জানিয়েছেন, খবর পেয়ে আমরা নদীতে উদ্ধার অভিযান চালিয়েছে। রাত ও নদীতে প্রচুর ঢেউ থাকায় আমরা উদ্ধার অভিযান ভালোমতো করতে পারছি না।
এসএ/দীপ্ত নিউজ