হঠাৎ বেড়ে যাওয়া আলুর বাজার নিয়ন্ত্রণে রাখতে ও প্লাস্টিকের বস্তায় আলু বিপণন করার দায়ে মুন্সীগঞ্জে এক কোল্ড স্টোরেজ ম্যানেজারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে টঙ্গীবাড়ীর বেধকা এলাকার হোসেন কোল্ড স্টোরেজের ম্যানেজার মঞ্জুরুল ইসলাম হককে এই অর্থদণ্ড দেওয়া হয়।
এর আগে আলুর মূল্য তালিকা না থাকা ও অতিরিক্ত মূল্যে বিক্রি করায় তিন খুচরা ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত মুন্সীগঞ্জ শহরের বিভিন্ন সবজির দোকানে ও টঙ্গীবাড়ী উপজেলার ৫টি কোল্ড স্টোরেজে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুজ্জামান ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম।
এসময় তারা ৫টি কোল্ড স্টোরেজের ম্যানেজার ও ব্যাবসায়ীদের সাথে কথা বলেন ও সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন ও পাকা রশিদ ছাড়া আলু বিক্রি না করার নির্দেশ দেন।
অভিযানে আরও উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার ও জেলা বিপণন কর্মকর্তা এবি এম মিজানুল হক।
এসএ/দীপ্ত নিউজ