আগামী জাতীয় সংসদ নির্বাচন সামলে রেখে তৃণমূল পর্যায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সুসংগঠিত করতে মুন্সীগঞ্জের শিলইয়ে সুধী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল বিকেল ৫ টার দিকে সদর উপজেলার শিলই ইউনিয়েনের শিলই প্রাইমারি স্কুল মাঠে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, লন্ডন থেকে বসে যতই ষড়যন্ত্র করো, তাতে কোনো লাভ হবে না। শেখ হাসিনা তার গতিতেই চলবে। আজ থেকে ৪২ বছর আগে শূন্য হাতে জীবনের মায়া ভুলে এ দেশে এসেছে বাংলার মানুষের জন্য। সুতরাং বাংলার মানুষ তাকে ভালোবাসে। তাই তিনি আজ সফল। বিশ্ব নেতাদের একজন। আজকে ইংল্যান্ড প্রধানমন্ত্রী ঋষি সুনাক আমাদের দেশরত্ন শেখ হাসিনাকে অর্থনীতি নেতা বলে। এটা সম্ভব হয়েছে তার দূরদর্শি নেতৃত্বের জন্য। তার পক্ষেই সম্ভব অসম্ভবকে সম্ভব করা।
শিলই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম লিটনের সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সামসুল কবির মাস্টার, শিলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ মৃধা প্রমুখ।
কায়সার সামীর/এমি/দীপ্ত নিউজ