সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছে ফ্রিলেন্সারদের জন্য গঠিত অনলাইন মার্কেট প্লেস ফাইবার।
বুধবার (৩১ জুলাই) বিকাল ৫টার দিকে ফাইবার তাদের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে এ পোস্ট করে।
পোস্টে ফাইবার লিখেছে– ‘গভীর বেদনা নিয়ে আমরা আমাদের ফাইবার (Fiverr) পরিবারে একটি ক্ষতি সম্পর্কে লিখছি। আমরা জানতে পেরেছি যে, আমাদের ফাইবার পরিবারের একজন সদস্য—মীর মাহফুজুর রহমান মুগ্ধ গত সপ্তাহে মারা গেছেন। তিনি বাবা–মা এবং দুই ভাইকে রেখে গেছেন।’
মীর একজন প্রতিভাবান মার্কেটার ছিলেন উল্লেখ করে ফাইবার আরওলিখেছে, ‘মুগ্ধ SEO এবং সোশ্যাল মিডিয়ার দক্ষতার মাধ্যমে Fiverr-এ সফল ব্যবসা গড়ে তুলেছিলেন। এর বাইরেও তিনি একজন উদ্যমী ভ্রমণকারী, প্রতিভাবান ফুটবলার, স্কাউট সদস্য এবং একজন সত্যিকারের মানবতাবাদী ছিলেন।
মীরকে সবাই মিস করবে। তার পরিবার এবং বন্ধুদের জন্য প্রার্থনা রইল।’
উল্লেখ্য, গত ১৮ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান বিইউপি শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। ফেসবুকে নিহত মুগ্ধর ৩৮ সেকেন্ডের একটা ভিডিও শেয়ার করেন তার জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তাতে দেখা যায়, মৃত্যুর আগে শেষ মিছিলেও মুগ্ধ আন্দোলনকারীদের হাতে ওয়াটারকেস থেকে পানি তুলে দিচ্ছেন। তাকে বারবার বলতে শোনা যায়, ‘এই পানি লাগবে পানি’। এ সময় সবুজ ফিতায় বুকে ঝুলছিল বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র।
এসএ/দীপ্ত সংবাদ