গণমাধ্যমকে কাজ করতে হবে দল–নিরপেক্ষভাবে। স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভাবা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাবার পর রবিবার (১৮ আগস্ট) সকালে সচিবালয়ে মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভাবা হচ্ছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, এর মাধ্যমে মুক্ত গণমাধ্যম নিশ্চিত হবে। সাংবাদিক ও স্টেক হোল্ডারদের সাথে এ নিয়ে আলোচনা করে এটি ঠিক করা হবে। সাংবাদিকদের মধ্যে দলাদলি চাই না, মানুষের জন্য নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা হোক।
উপদেষ্টা আরও বলেন, সেন্সর বোর্ডকে দ্রুততার সঙ্গে পুনর্গঠন করব। সেন্সর বোর্ড না থাকার যে দাবি, সেটিও আলোচনা করে যৌক্তিকতা অনুযায়ী সিদ্ধান্ত নিব। যেসব নিবর্তনমূলক আইন গণমাধ্যমের স্বাধীনতার জন্য অন্তরায়, সেগুলো সংস্কার করা হবে।
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড নিয়ে প্রহসন করা হয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা জানান, বিষয়টি নিয়ে নতুন করে তদন্ত করতে হবে। এক্ষেত্রে সহায়তা করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি।
উল্লেখ্য, মতবিনিময় সভায় শুরুতে সাংবাদিক সহ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
এসএ/দীপ্ত সংবাদ