বান্দরবানে নির্মাণাধীন রুমা–কেওক্রাডং সড়ক থেকে অপহৃত সেনা সদস্য আনোয়ার হোসেনকে অপহরণের ১৬ দিন পর মুক্তি দিয়েছে পাহাড়ে সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ। শুক্রবার (৩১ মার্চ) সকালে রুমা–কেওক্রাডং সড়কে তাকে ছেড়ে দেয় সংগঠনটি। তবে কিভাবে এবং ঠিক কোথায় থেকে ছেড়ে দেয়া হয়েছে তা বিস্তারিত জানা যায়নি।
পুলিশ জানায়, শুক্রবার সকালের দিকে আনোয়ার হোসেন ছাড়া পাওয়ার পর স্থানীয় এক সেনাবাহিনীর ক্যাম্পে এসে যোগাযোগ করেন তিনি। পরে সেনাবাহিনীর সদস্যরা তাকে বান্দরবান সদরে নিয়ে আসেন। তবে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন কিছুই জানায়নি।
সেই প্রসঙ্গে আরো বলেন, গত ১৫ মার্চ রুমা–কেওক্রাডং সীমান্ত সড়ক থেকে সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের এ অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আনোয়ার হোসেন, ট্রাক চালক মো. মামুন ও শ্রমিক আব্দুর রহমানকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ে সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ। পরে ট্রাক চালক মামুন ও শ্রমিক আব্দুর রহমানকে ছেড়ে দেয়া হলেও আনোয়ারকে ছেড়ে দেয়নি তারা। পরে দীর্ঘ ১৬ দিন পর আজ শুক্রবার সকালে আনোয়ার হোসেনকে ছেড়ে দিলো সশস্ত্র সংগঠনটি।
যূথী/দীপ্ত সংবাদ