৪৯
মিরাজের ব্যাটিং ও বোলিংয়ে নায়কোচিত অলরাউন্ড নৈপুণ্যে ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।
এদিন চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন ছিল মিরাজের। দারুণ সেঞ্চুরিতে ভর করে নিজেদের প্রথম ইনিংসে ৪৪৪ রান করে বাংলাদেশ। ২১৭ রানের লিড পায় স্বাগতিকরা।
ব্যাটিংয়ে নেমে মিরাজ ও তাইজুল ইসলামের ঘূর্ণিতে অসহায় আত্মসমর্পণ করে জিম্বাবুয়ে। বাংলাদেশকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে পাঠানো তো দূরের কথা, থামে ১১১ রানে। আর এতে বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা।