শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

মিরপুর-১ ঢাকা এলাকায় উচ্ছেদ অভিযান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোন/২ এর আওতাধীন এলাকায় মোবাইল কোর্টের কার্যক্রম পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজউক) জনাব. শীলাব্রত কর্মকার ও অথরাইজড অফিসার/২ জনাব প্রকৌশলী শেগুফতা শারমীন আশরাফ এর তত্ত্বাবধানে সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক সহ অন্যান্য কর্মকর্তাগনের উপস্থিতিতে মিরপুর১ ঢাকা এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

পরিচালিত মোবাইল কোর্টের বিবরণ:

) ভবন মালিক: জনাব মোছা: সালেহা বেগম প্লট নং , ব্লক , রোড নং , সেকশন , চিড়িয়াখানা রোড, মিরপুর।ঢাকাস্থ প্লটে / জমিতে ব্যত্যয় করে ইমারত নির্মাণ করায় নির্মানাধীন ইমারতটির ব্যত্যয়কৃত অংশ আংশিক ভেঙে অপসারণ করা হয়েছে, ব্যত্যয়কৃত অংশ ভবন মালিক কে নিজ দায়িত্বে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

) ভবন মালিক: জনাব মো. আব্দুল মান্নান, প্লট নং৮১, ৮২, ব্লক , রোড নং ১ সেকশন , ঢাকাস্থ প্লটে/ জমিতে ব্যত্যয় করে ইমারত নির্মান করায় নির্মানাধীন ইমারতটির ব্যত্যয়কৃত অংশ আংশিক ভেঙে অপসারণ করা হয়েছে, ব্যত্যয়কৃত অংশ ভবন মালিক কে নিজ দায়িত্বে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

) ভবন মালিক: জনাব মো. সৈয়দ আহম্মেদ, প্লট নং , রোড নং , ব্লক জি, সেকশন , ঢাকাস্থ প্লটে/ জমিতে ব্যত্যয় করে ইমারত নির্মান করায় নির্মানাধীন ইমারতটির ব্যত্যয়কৃত অংশ আংশিক ভেঙে অপসারণ করা হয়েছে, ব্যত্যয়কৃত অংশ ভবন মালিক কে নিজ দায়িত্বে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

আল/দীপ্ত

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More