রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোন–৩/২ এর আওতাধীন এলাকায় মোবাইল কোর্টের কার্যক্রম পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজউক) জনাব. শীলাব্রত কর্মকার ও অথরাইজড অফিসার–৩/২ জনাব প্রকৌশলী শেগুফতা শারমীন আশরাফ এর তত্ত্বাবধানে সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক সহ অন্যান্য কর্মকর্তাগনের উপস্থিতিতে মিরপুর–১ ঢাকা এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিচালিত মোবাইল কোর্টের বিবরণ:
১) ভবন মালিক: জনাব মোছা: সালেহা বেগম প্লট নং –২, ব্লক –এ, রোড নং –১, সেকশন –২, চিড়িয়াখানা রোড, মিরপুর।ঢাকাস্থ প্লটে / জমিতে ব্যত্যয় করে ইমারত নির্মাণ করায় নির্মানাধীন ইমারতটির ব্যত্যয়কৃত অংশ আংশিক ভেঙে অপসারণ করা হয়েছে, ব্যত্যয়কৃত অংশ ভবন মালিক কে নিজ দায়িত্বে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
২) ভবন মালিক: জনাব মো. আব্দুল মান্নান, প্লট নং–৮১, ৮২, ব্লক –চ, রোড নং –১ সেকশন –২, ঢাকাস্থ প্লটে/ জমিতে ব্যত্যয় করে ইমারত নির্মান করায় নির্মানাধীন ইমারতটির ব্যত্যয়কৃত অংশ আংশিক ভেঙে অপসারণ করা হয়েছে, ব্যত্যয়কৃত অংশ ভবন মালিক কে নিজ দায়িত্বে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
৩) ভবন মালিক: জনাব মো. সৈয়দ আহম্মেদ, প্লট নং –১, রোড নং –১, ব্লক –জি, সেকশন –১, ঢাকাস্থ প্লটে/ জমিতে ব্যত্যয় করে ইমারত নির্মান করায় নির্মানাধীন ইমারতটির ব্যত্যয়কৃত অংশ আংশিক ভেঙে অপসারণ করা হয়েছে, ব্যত্যয়কৃত অংশ ভবন মালিক কে নিজ দায়িত্বে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
আল/দীপ্ত