মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা মেট্রো স্টেশন (দিয়াবাড়ি) সড়ক সংস্কার কাজ সম্পন্ন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। আজ সকাল থেকে চলাচলের জন্য সড়কটি উন্মুক্ত করে দেয়া হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
ডিএনসিসি জানায়, এই সড়কে একসময় চলাচলে প্রচুর সময় নষ্ট হতো। আজ থেকে কয়েক মিনিটেই মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা মেট্রো স্টেশনে যাতায়াত সম্ভব হবে।
এর আগে, ডিএনসিসি মুখপাত্র মকবুল হোসাইন জানিয়েছিলেন, সংস্কার ও উন্নয়ন কাজের জন্য মিরপুর ডিওএইচএস সংলগ্ন মেট্রেরেল উত্তরা দক্ষিণ স্টেশন হতে মিরপুর ক্যান্টনমেন্ট ডিওএইচ এমপি চেক পোস্ট পর্যন্ত সড়ককে ১৩ মার্চ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।
এসএ
 
  দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক 
  
  
 