বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টেস্ট থেকে অবসর নেওয়ার কথা ছিল সাকিব আল হাসানের। তবে নিরাপত্তাজনিত কারণে তার দেশে আসা হচ্ছে না। ইতোমধ্যে তার পরিবর্তে স্পিনার হাসান মুরাদকে দলে নিয়েছে বিসিবি।
এক বিবৃতিতে আজ বিসিবি সাকিবের বদলি ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। দলে এসেছেন হাসান মুরাদ। বাংলাদেশের জার্সিতে দুই টি–টোয়েন্টি খেলেছেন তিনি। দুটোই খেলেছিলেন গত বছর হাংজুতে এশিয়ান গেমস ক্রিকেটে। তবে টেস্ট ও ওয়ানডেতে একটা ম্যাচও খেলা হয়নি তাঁর। লাল বলের ক্রিকেটে অবশ্য মুরাদের ৩০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়েছেন ১৩৬ উইকেটে। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১২ বার।
২১ অক্টোবর মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। তারপর দুই দলকেই ভেন্যু পরিবর্তন করতে হবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯ অক্টোবর হবে দ্বিতীয় টেস্ট।
প্রথম টেস্টের বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, হাসান মুরাদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, জাকের আলী অনিক
আল/ দীপ্ত সংবাদ