টেলিভিশন চ্যানেলগুলোকে পে–চ্যানেল করা এবং কেবল নেটওয়ার্ককে ডিজিটাল করার দাবি জানিয়েছে, টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন–অ্যাটকো।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সাথে বৈঠকে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর নেতারা এই দাবি জানান।
এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মিথ্যা ও অর্ধসত্য তথ্য বিপজ্জনক উল্লেখ করে, অপতথ্য প্রচারকারীদের জবাবদিহির আওতায় আনার হুঁশিয়ারি দেন। অসম্পূর্ণ তথ্য নিয়ে প্রতিযোগিতা না করে, পূর্ণাঙ্গ ও সুষ্ঠু তথ্যভিত্তিক সংবাদ প্রচারের আহ্বান জানান তিনি।
এর আগে, অ্যাটকোর সিনিয়র সহসভাপতি ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে কমিটির নেতারা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
আরও পড়ুন: বিএনপির সময় টিভি ও ৭১ টিভিকে বয়কটের ঘোষণায় অ্যাটকোর উদ্বেগ
এসএ/দীপ্ত নিউজ