রাজনীতি নিয়ে পুলিশের কোনো মাথাব্যথা নেই। তবে, মিছিল-সমাবেশের নামে ফৌজদারি অপরাধ করলে তা কঠোরভাবে দমন করা হবে। আজ সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন নতুন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, থানায় সেবা নিতে অর্থ দিতে হবে না, মহল্লার মসজিদে গিয়ে তা নগরবাসীকে জানাবেন ওসিরা।
দায়িত্ব নেয়ার পর প্রথম গণমাধ্যমের মুখোমুখি ঢাকা মহানগর পুলিশ প্রধান খন্দকার গোলাম ফারুক। কর্মজীবনের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিরাপদ নগরী গড়ার প্রত্যয় নতুন ডিএমপি কমিশনারের। তুলে ধরেন ট্রাফিক, মাদক ও জঙ্গি দমনে নানা পরিকল্পনা।
ডিএমপি মিডিয়া সেন্টারে এই মিট দ্য প্রেসে তিনি বলেন, সব সময় নগরবাসীর পাশে থাকবে থাকবে পুলিশ। কথা বলেন রাজনীতি নিয়েও। শনিবার পূর্বসূরি শফিকুল ইসলামের কাছ থেকে ডিএমপি কমিশনারের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন খন্দকার গোলাম ফারুক।