মা হতে চলেছেন ‘বার্বি’ সিনেমা দিয়ে পরিচিতি পাওয়া হলিউড অভিনেত্রী মার্গট রবি।
হলিউডের প্রভাবশালী চলচ্চিত্র প্রযোজক ও স্বামী টম অ্যাকারলিকে সাথে নিয়ে প্রথম সন্তানকে বরণের প্রস্তুতি নিচ্ছেন এ অভিনেত্রী।
সম্প্রতি ইউরোপের দেশ ইতালিতে নিজেদের মতো অবকাশ যাপন করছেন তারা। যার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরই রবির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নজরে আসে। ছবিতে অভিনেত্রীকে ‘বেবি বাম্প’–এ দেখা যায়।
তবে এ বিষয়ে অভিনেত্রী ও তার স্বামীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কিছুই জানানো হয়নি।
উল্লেখ্য, রবির সঙ্গে টমের প্রেমের সম্পর্ক শুরু হয় ২০১৩ সালে। ‘ওয়ার্ল্ড ওয়ার ২’ সিনেমার শুটিং সেট থেকে তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। এরপর ২০১৬ সালেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।
এসএ/দীপ্ত সংবাদ