শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫
শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫

মা দিবস উপলক্ষে দীপ্ত প্লের আয়োজন “আমার মা অসাধারণ”

Avatar photoতাহমীদ রহমান

আমাদের প্রতিটি মা-ই অসাধারণ। প্রতিটি মা নানা গুণের অধিকারী। কেমন হবে যদি সবাই আপনার মায়ের গুণের গল্পটি জেনে মুগ্ধ হয়ে যায়? মায়ের সাথে তোলা আপনার ছবি এবং মায়ের যেকোনো একটি গুণ নিয়ে লিখুন ৩০০ শব্দে।

পাঠান আমাদের কাছে। বাছাই করা ছবি ও লেখা আমরা প্রচার করবো দীপ্ত প্লের ফেইসবুক পেইজে। বিচারকের রায় ও ফেইসবুকের কমেন্ট-শেয়ারের ওপর ভিত্তি করে ১০ জন কে পুরস্কৃত করা হবে।

ছবি ও লেখা পাঠাতে ক্লিক করুন: https://forms.gle/Ag7cYoD3cvsoDePJ9

সময়সীমা
আন্তর্জাতিক মা দিবস (১৪ মে, ২০২৩) এর আগে লেখা ও ছবি পাঠাতে হবে। বাছাই করা লেখা ও ছবি নিয়মিত ভাবে ১৫ মে ২০২৩ পর্যন্ত পোস্ট করা হবে দীপ্ত প্লের ফেসবুক পেইজে। কমেন্ট-শেয়ার সংগ্রহঃ ২০ মে ২০২৩

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More