পশ্চিম আফ্রিকার দেশ মালিতে প্রায় এক দশক ধরে চলা জাতিসংঘের শান্তিরক্ষা মিশন বন্ধ করে দেয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৩০ জুন) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। খবর রয়টার্স।
এ বিষয়ে জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবে বলে আছে, ‘শান্তরক্ষীরা মালিতে কার্যক্রম বন্ধ করে সামরিক বাহিনীর কাছে দায়িত্ব হস্তান্তর করবে এবং সুশৃঙ্খলভাবে কর্মীদের প্রত্যাহার করবে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করা হবে।’
মূলত দেশটির সামরিক জান্তার দাবিতে এমন পদক্ষেপ নিতে বাধ্য হলো জাতিসংঘ। মালি থেকে ‘অবিলম্বে’ শান্তিরক্ষীদের সরিয়ে নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে আহ্বান করেছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুলায়ে দিওপ। এর পরপরই বিষয়টি নিয়ে পদক্ষেপ নেয়া শুরু করে জাতিসংঘ।
প্রসঙ্গত, মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ১৩ হাজার কর্মকর্তা ও সেনাসদস্য ‘মিনউসমা’ নামের একটি মিশনে কর্মরত ছিলেন। এ মিশনের মূল উদ্দেশ্য ছিল সাধারণ জনগণকে বিদ্রোহী ইসলামী জঙ্গিগোষ্ঠীগুলো থেকে নিরাপত্তা দেয়া।