মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) পুলাউ ইন্ডাহ শিল্পাঞ্চলে পরিচালিত এক অভিযানে ৮৯৮ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে, যার মধ্যে ১৫০ জন বাংলাদেশি রয়েছেন। স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে অভিযান শুরু হয়ে রাত ১২টা ৩০ পর্যন্ত চলে।
সেলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামারুদ্দিন জানান, গত চার মাস ধরে চলা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে প্রায় ১০০টিরও বেশি দোকান এবং ৯টি বাণিজ্যিক ব্লকে তল্লাশি চালানো হয়।
অভিযানে সেলাঙ্গর অভিবাসন বিভাগের পাশাপাশি মালয়েশিয়ান রয়্যাল পুলিশ, মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি, এয়ার অপারেশনস ফোর্সেস, ক্লাং রয়্যাল সিটি কাউন্সিল এবং জাতীয় নিবন্ধন বিভাগের মোট ২৪২ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।
এই অভিযান চলাকালীন মোট এক হাজার ১৩২ জনের পরিচয়পত্র পরীক্ষা করা হয়, যার মধ্যে ৮৯৮ জনকে আটক করা হয়েছে। আটক হওয়া অভিবাসীদের মধ্যে ইন্দোনেশীয় ৬৪৩ জন, বাংলাদেশি ১৫০, পাকিস্তানি ৩৫, মিয়ানমারের ৩৬, নেপালি ২৪ এবং ভারতীয় ১০ জন রয়েছেন।