মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে ছাপাখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালের আইসিউতে রয়েছেন আরও ৩ বাংলাদেশি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) ভোর ৪টার দিকে সেলাঙ্গরের বন্দর বারু বাঙ্গির তামান পারিন্ডাস্ট্রিয়ান সেলামানের জালান পি–১০/১৮–এর ছাপাখানায় আগুন লাগে।
অগ্নিকাণ্ডে নিহত তিন বাংলাদেশি হলেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ী গ্রামের বোরাক আলীর ছেলে লিটন (৩৪), পাবনার সুজানগরের পারঘোরাধা গ্রামের কোরবান মোল্লার ছেলে মুরাদ আলী মোল্লা (৩৮) এবং যশোরের কাশিমপুর ইউনিয়নের বাসিন্দা মনিরুজ্জামান (৪২)।
অভিযানে অংশ নেয়া কর্মকর্তারা জানান, বাংলাদেশি ৬ শ্রমিক ওই কারখানায় আটকা পড়েছিলেন। এদের মধ্যে তৎক্ষণাৎ ৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও, বাকি দুজন ঘটনাস্থলেই মারা যান। এরপর শুক্রবার (১৬ জুন) সকালে মনিরুজ্জামান নামের আরও একজনের মৃত্যু হয় এই নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ৩ জনে।
বৃহস্পতিবার ভোর ৪টা ১৪ মিনিটের দিকে রাজ্য দমকল বিভাগের অপারেশনস সেন্টার (পিজিও) একটি পাবলিশিং প্রিন্টিং ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বন্দর বারু বাঙ্গির ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি), বিবিপি কাজাং, বিবিপি সেমেনিহ এবং বিবিপি সেরডাং থেকে মোট ২৩ সদস্য আগুন নেভানো ও উদ্ধার অভিযানের অংশ নেন।
প্রতিষ্ঠানটিতে বায়ু চলাচলের জায়গা না থাকায় আগুন লাগার পর ধোঁয়ায় নিশ্বাস নিতে না পেরে ঘটনাস্থলেই প্রথম দুজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
আফ/দীপ্ত নিউজ